জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারপার্সন ও বঙ্গবন্ধুর বড় মেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ ট্রাস্টের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে ট্রাস্টের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে ট্রাস্টের সমাজ-কল্যাণমূলক কর্মকান্ড পর্যালোচনা করা হয় এবং এর বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে বঙ্গবন্ধু মোমোরিয়াল মিউজিয়ামের রক্ষণাবেক্ষণের ব্যাপারে আলোচনা হয়।
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট সভায় সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী
