খ্যাতনামা অর্থনীতিবিদ ড. এম মাশরুর রিয়াজকে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। আজ মঙ্গলবার এই নিয়োগ দেয়া হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুসারে, নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছরের জন্য এম মাশরুর রিয়াজ বিএসইসি’র চেয়ারম্যান থাকবেন। সম্প্রতি রাজনৈতিক পট পরিবর্তনের পর গত রোববার বিএসইসি’র চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। ড. এম মাশরুর রিয়াজ তার স্থলাভিষিক্ত হলেন। এম মাশরুর রিয়াজ নীতি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
এম মাশরুর রিয়াজ ১৯৯৮ সালে ইউনিভার্সিটি অব নিউ ওরলিন্স থেকে এমবিএ করেন, যাতে মেজর ছিল ফাইন্যান্স ও ইকনোনোমিক্স। পরবর্তীতে ২০০৬ সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি নেন। কর্মজীবনে তিনি যুক্তরাজ্য সরকারের বৈদেশিক সাহায্য সংস্থা ডিএফআইডি’র অ্যাডভাইজার এবং বিশ্বব্যাংক গ্রুপে সিনিয়র অর্থনীতিবিদ ও প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ করেছেন। (বাসস)