বলিউডের আবেদনময়ী অভিনেত্রী আমিশা প্যাটেল। গত ৬ জুন ছিল এ অভিনেত্রীর জন্মদিন। দিনটিতে প্রচুর উপহার পান তিনি, মন্দিরে পুজো দেন, খাবার বিতরণ করেন আর্থিকভাবে অস্বচ্ছলদের মধ্যে। সবকিছু ঠিকঠাক থাকলেও বিতর্ক তৈরি করেছেন নায়িকা নিজেই।
খাবার বিতরণের ছবি ঢাকঢোল পিটিয়ে সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, লিখেছেন, গরিবদের খাবার দিতে পেরে খুব আনন্দ হচ্ছে। অনেকেই প্রশ্ন করেছেন, উপার্জন কারো কম হতেই পারে কিন্তু তার থেকে অস্বচ্ছল হওয়ার মানেই কেউ দরিদ্র হয়ে যায় কিনা? তাছাড়া তিনি ক্যামেরার সামনে দান খয়রাত করেছেন, তা নিয়েও সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে। আমিশা সুদর্শন নায়ক ঋত্বিক রোশনের বিপরীতে ‘কাহ না পেয়ার হে’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। প্রথম ছবিতেই সবার নজর কাড়েন আমিশা। অথচ বলিউডে নিজের শক্ত ভিত করে নিতে পারেননি।
বিক্রম ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেন আমিশা। এছাড়াও ভালো কোনো ছবির অফার না পাওয়ায় তার ক্যারিয়ার ধ্বসের সম্মুখীন হয়। গুঞ্জন প্রচলিত রয়েছে যে ওই সময়ে কারিনা তার পূর্ণ মনোযোগ এবং একে একে সব হিট ছবি নিজের ঝুলিতে নেন। নিজের ব্যক্তিগত জীবনে কারো অনুপ্রবেশ একদম পছন্দ করেন না আমিশা।
আজকের বাজার: আরআর/ ১৩ জুন ২০১৭