বিদেশি বিনিয়োগ ৪ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন বোর্ড (বিডা)।
বৃহস্পতিবার ০৮ জুন রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘দ্য ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট রিপোর্ট ২০১৭’ প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ তথ্য জানান পলিসি রিসার্স ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর।
তিনি বলেন, প্রকৃতপক্ষে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আগের যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। ২০১৫ সালের তুলনায় এবার ৯৭ দশমিক ৩৩ মিলিয়ন ডলার বা ৪ দশমিক ৫৪ শতাংশ বিনিয়োগ বেড়েছে। ২০১৬ সালে ২.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে; যা এর আগের বছর ছিল ২.২ বিলিয়ন ডলার। ২০১৫ সালে ভারতে বিদেশি বিনিয়োগ ছিল ৪৪.১ বিলিয়ন ডলার। ২০১৬ সালে সেটি হয়েছে ৪৪.৫ বিলিয়ন ডলার। অর্থাৎ এক বছরে দেশটিতে বিদেশি বিনিয়োগ বেড়েছে ০.৪ বিলিয়ন ডলার বা দশমিক ৯ শতাংশ। সে
আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে যেসব খাতে বেশি বিনিয়োগ চাহিদা রয়েছে তার মধ্যে টেলিযোগাযোগ, বিদ্যুৎ, গ্যাস এবং টেক্সটাইল এগিয়ে রয়েছে। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে বিনিয়োগ এবং ডিজিটাল অর্থনীতি। এ ধারা অব্যাহত থাকলে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন সম্ভব।
বিডার চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক আবুল কালাম আজাদ, বিডার নির্বাহী সদস্য অজিৎ কুমার পাল, বাংলাদেশ মহিলা চেম্বারের সভাপতি সেলিমা আহমদ প্রমুখ।
আজকের বাজার: আরআর/ ০৮ জুন ২০১৭