দেশে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি পেয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শনিবার ২২ এপ্রিল সিংড়া উপজেলার কৈ গ্রামে ১০০ বাড়িতে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
পলক বলেন, গ্রামে গ্রামে বিদ্যুৎ সুবিধা পৌঁছে যাওয়ায় কৃষি ও ক্ষুদ্র শিল্পের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ফলে গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চার হয়েছে। সিংড়া উপজেলায় গত ৮ বছরে ৩৫ হাজার গ্রাহকের বাড়িতে নতুন সংযোগ দেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগের ফলে গ্রামীণ জনপদের মানুষেরা স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারছেন। তারা উন্নয়নমূলক নানা রকম কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত করতে পারছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাবিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনায় ২০১৮ সালের মধ্যে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেয়া হবে।
রামানন্দ-খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তপন কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ ও সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী প্রমুখ।
আজকের বাজার: আরআর/২২ এপ্রিল ২০১৭