বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের সদর দপ্তরে ‘সবুজায়ন উদ্যোগ-২০২৪’র আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান আজ বুধবার সবুজায়ন উদ্যোগ-২০২৪’র উদ্বোধন করেন। খবর আইএসপিআরের।
‘সবুজায়নে সঞ্চারিত হোক টেকসই পরিবেশের বিকাশ’ সবুজায়নের এ প্রতিপাদ্যকে সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয়।
সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণায়ণের ফলে আবহাওয়া ও জলবায়ুর বিরাট নেতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে। পৃথিবীব্যাপী ব্যাপক বৃক্ষ নিধন এবং নতুন বনায়ন না হওয়ায় এ সমস্যা দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।
বাংলাদেশ নাতিশীতোষ্ণ জলবায়ুর দেশ হিসেবে পরিচিত হলেও বৈশ্বিক উষ্ণায়ণের প্রভাব বাংলাদেশেও সমানভাবে প্রতীয়মান।
এরূপ পরিস্থিতিতে বাংলাদেশে সবুজায়ন কর্মসূচির গুরুত্ব পরিবেশগত উদ্বেগের উর্দ্ধে, এটি টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে সবুজায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করে।
এছাড়াও, অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়কসহ বিমান সদরের পরিচালকগণ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় বিমান বাহিনীর বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে। (বাসস)