বিয়ের পিঁড়িতে বসলেন পপতারকা মিলা। মিরপুর–ডিওএইচএসে মিলার বাবার বাসায় ঘরোয়াভাবে শুক্রবার রাত ৮টার দিকে পারিবারিকভাবে বিয়ে হয়। বরের নাম পারভেজ সানজারি। দশ বছর প্রেম করেছেন মিলা-পারভেজ। পারিবারিকভাবেই এই বিয়ে হয়েছে।
মিলার বর পারভেজ সানজারি একজন পাইলট। ইউএস বাংলা এয়ারলাইনসে কর্মরত আছেন। এর আগে ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে,ছিলেন ফাইটার পাইলট। মিলার আকদ অনুষ্ঠানে দুই পরিবারের লোকজনের পাশাপাশি উপস্থিত ছিলেন হৃদয় খান।
মিলা জানান,শিগগিরই বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান বেশ জমকালোভাবে আয়োজনে করা হবে।
আজকের বাজার:এলকে/এলকে/১৩ মে,২০১৭