সুপার টাইফুন ‘ইয়াগি’ শনিবার ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে। এতে হাজার হাজার গাছ-পালা উপড়ে গেছে এবং অনেক জাহাজ ও নৌযান সাগরে ভেসে গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
‘ভিএনএক্সপ্রেস’ জানায়, টাইফুনটি হাই ফং এবং কোয়াং নিন প্রদেশে আঘাত হানে। এ সময় ঘন্টায় বাতাসের গতি ছিল ১৪৯ কিলোমিটার (৯২ মাইল)। চীনের দক্ষিণাঞ্চল অতিক্রম করে এটি ভিয়েতনামে আঘাত হানে। চীনে সুপার টাইফুনের আঘাতে দ’ুজনের মৃত্যু হয়েছে।
হাই ফংয়ে টাইফুনের আঘাতে শহরের আকাশে বিভিন্ন ঘরবাড়ির ছাদের টিন এবং বাণিজ্যিক সাইন বোর্ড উড়তে দেখা গেছে।
হাই ফংয়ের বাসিন্দা ৪৮ বছর বয়সী মহিলা ট্রান থি হোয়া বলেন, ‘টাইফুনটি এতোই শক্তিশালী ছিল যে, আমি বহু বছর ধরে এমন ঝড় দেখিনি।’
তিনি এএফপি’কে বলেন, ‘এটা অনেক ভীতিকর ছিল। আমি আমার বাড়ির সব জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরেই ছিলাম। তবে বাতাস এবং বৃষ্টির শব্দ ছিল অবিশ্বাস্য।’
টাইফুনটি ভিয়েতনামে আঘাত হানার আগে এটি চীনের দক্ষিণাঞ্চলীয় হাইনান প্রদেশে আঘাত হানে। সেখানে কমপক্ষে দু’জন নিহত এবং ৯২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। (বাসস ডেস্ক)