ভোলায় নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

জেলার সদর উপজেলায় আজ ৫০জন প্রশিক্ষিত দরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইউই প্রকল্পের সহযোগিতায় বেসরকারি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিষ্ঠানটির হলরুমে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান।

জাকির হেসেন মহিন’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা প্রমুখ।
আয়োজকরা জানান, এক মাসব্যাপি প্রশিক্ষণ শেষে বিনামূল্যে এসব সেলাই মেশিন নারীদের হাতে তুলে দেওয়া হয়। (বাসস)