দিনাজপুরের হিলিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আগুনে নিহত ছাত্র আসাদুজ্জামান নুর সূর্যের লাশ ৩৬ দিন পর ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।
জেলার হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দুলাল হোসেন মঙ্গলবার রাতে এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার দুপুর ২টায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের কবরস্থান থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং পুলিশ সদস্যদের উপস্থিতিতে আসাদুজ্জামান নুর সূর্যর (১৭) লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হাকিমপুর থানার এস আই মো. আরিফ হোসেন জানান, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকাল হাকিমপুর উপজেলার আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র আসাদুজ্জামান নুর সূর্য এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নিহত ছাত্র নাইম (২১) এর পোড়া লাশ সাবেক পৌর মেয়র জামিল হোসেন চলন্তের বাড়ি থেকে উদ্ধার করা হয়। সে সময় পুলিশের কর্ম বিরতি চলায় এলাকাবাসী ময়না তদন্ত ছাড়াই তাদের লাশ দাফন করে। ১৯ আগস্ট এই দুই ছাত্র নিহতের ঘটনায় জেলার হাকিমপুর থানায় আসাদুজ্জামান নুর সূর্যর বড় ভাই মো. সুজন হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
ওই হত্যা মামলার তদন্তের স্বার্থে লাশের ময়না তদন্তের জন্য লাশ কবর থেকে উত্তোলন করতে তদন্তকারী কর্মকর্তা দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করেন। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট লায়লা ইয়াসমিনের উপস্থিতিতে সূর্যের লাশ উত্তোলন করার নির্দেশ দেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে গতকাল মঙ্গলবার দুপুরে কবরস্থান থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়,দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ড.শহরিমা তরফদারকে সূর্যের লাশ ময়না তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে। আজ ওই ছাত্রের লাশের ময়না তদন্ত সম্পন্ন হওয়ার কথা। (বাসস)