রাজধানীর মহাখালী ডিওএইচএস আবাসিক এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি মার্সিডিজ জিপ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ মঙ্গলবার,২রা মে মহাখালী ডিওএইচএস এলাকার রাস্তায় পার্কিং করা অবস্থায় ছিল গাড়িটি।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান অর্থসূচককে এমন তথ্য জানিয়েছেন। তিনি জানান, মহাখালী ডিওএইচএস রোড ১৯ সি এর হাউস ২৮৮ এর সামনে পার্ক করা অবস্থায় একটি গাড়িটি পাওয়া যায়। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দাদের একটি দল গাড়িটি উদ্ধার করে। ভুয়া নিবন্ধন করা ওই গাড়ির আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
প্রাথমিক তথ্যে জানা যায়, বাড়িটির মালিক এসকে আবু বাকের নামে এক ব্যক্তি। তার ছেলে এরিক মোরশেদ গাড়িটির মালিক। তিনি দীর্ঘদিন ধরে গাড়িটি ব্যবহার করে আসছেন।
গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্টো ঘ ১৪-৪৭২৭। বিআরটিএর সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন এ নম্বরটি ভূয়া।
প্রাথমিক অনুসন্ধানে দেখা যায়, গাড়ি কারনেট সুবিধায় আমদানি করা হলেও শর্ত অনুযায়ী তা ফেরত দেওয়া হয়নি। গাড়িটির মূল্য প্রায় ২ কোটি টাকা।
আজকের বাজার:এলকে/এলকে/২রা মে,২০১৭