বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের অনেক তারকার মাদক সংশ্লিষ্টতা নিয়ে তদন্ত শুরু করেছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (এনসিবি)।
তদন্তের ধারাবাহিকতায় শনিবার এনসিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোনকে।
এদিন সারা আলি খান ও শ্রদ্ধা কাপুরকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।
এর আগে শুক্রবার কেন্দ্রীয় এই সংস্থার পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হয় রাকুল প্রীত সিং, দীপিকার ম্যানেজার করিশমা প্রকাশ এবং ধর্মা প্রোডাকশনের কার্যনির্বাহী প্রোডিউসার খিতিজ রবিকে।
এনসিবির সূত্রে জানানো হয়েছে, সেপ্টেম্বরের ৬ থেকে ৯ তারিখের মধ্যে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হওয়া অভিনেত্রী রিয়া চক্রবর্তী জিজ্ঞাসাবাদের সময় সারা আলি খান, রাকুল প্রীত সিং ও সিমোন খামবাট্টার নাম উল্লেখ করেন। পরে মাদক কেলেঙ্কারিতে নাম জড়ায় দীপিকারও।
উল্লেখ্য, গত ১৪ জুন মুম্বাইয়ের নিজ ফ্ল্যাটে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ৩৪ বছর বয়সী বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় কয়েক দফা জিজ্ঞাসাবাদের পর গত ৯ সেপ্টেম্বর সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীকে গ্রেপ্তার করে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো।