চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক ও পরিচালক রানা হামিদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত সাড়ে ১১টায় রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অনেক দিন ধরে পাকস্থলীর ক্যানসার ও কিডনি সমস্যায় ভুগছিলেন রানা হামিদ।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এক বার্তায় জানান, রানা হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
পৈতৃক বাড়ি নেত্রকোনার সদরে রানা হামিদের দাফন হবে রবিবার।
অভিনয়ের পাশাপাশি প্রযোজক-পরিচালক হিসেবে পরিচিত ছিলেন রানা হামিদ। ১০টির মতো সিনেমা প্রযোজনা করেছেন তিনি। রানা হামিদ অভিনীত প্রথম ছবি ছিল ‘ক্ষমতাবান’।
নব্বই দশকে একাধিক ছবিতে কাজ করে পরিচিতি পাওয়া এ অভিনেতা বর্তমান চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। ২০০৯ সালে এফডিসির পরিচালক (কারিগরি ও প্রকৌশলী) হিসেবে নিয়োগ পান। রানা হামিদ আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন। জাতীয় সংসদ নির্বাচনে একাধিকবার দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেন তিনি।