মিলন চিশ্তীর `শেষ অবলম্বন’

ঈদ মানেই বিনোদন পাড়ায় আলাদা ব্যস্ততা। নতুন নতুন সব আয়োজন। এবারের ঈদ ঘিরে হচ্ছে অনেক নতুন কাজ। পিছিয়ে নেই তরুণরাও। সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে তরুণ নির্মাতা মিলন চিশ্তীর শর্টফীম ‘শেষ অবলম্বন’। তার রচনা, চিত্রনাট্য ও পরিচালনায় এ শর্টফীমটিতে উঠে এসেছে সাম্প্রতিক নানা বিষয়।

এটি মিলন চিশ্তী বলেন সাধারণত এখন সকল ছেলে এবং মেয়েদেরই বাসর রাত্রে একটি প্রশ্ন থাকে জীবনে কয়টা প্রেম করেছেন ? কারণ এ সময়ের প্রায় সকল ছেলে মেয়েই রিলেশনের সঙ্গে জড়িত। খুব কম সংখ্যাই আছে যারা হয় প্রেম করেননি বা ব্রেক আপ হয়েছে তাদের ভয় যে তার হাসব্রেন্ড বা ওয়াইফ শুধুই তার, তাই এমন প্রশ্নটি চলে আসে। মুনতাসির সাহেবের সঙ্গে সাবরিনার পারিবারিক ভাবেই বিয়েটা হয়েছিলো। বাসর রাতে প্রথম প্রশ্ন ছিল, কয়টা প্রেম করছেন। মুনতাসির উত্তরে বলেন একটাও না। এরই ধারাবাহিকতায় তাদের ভালবাসার সংসার গড়ে ওঠে। একজন আর একজনকে ছাড়া একটি মুহুর্তের জন্যও থাকতে পারেনা।

তিনি আরও বলেন, লেখা-লেখি, অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও নিয়মিত থাকব। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা আর সকলের ভালবাসা।