যুক্তরাজ্যে ছুরি হামলায় ৩ মেয়েকে হত্যার অভিযোগে একজন গ্রেপ্তার

টেলর সুইফট-থিমযুক্ত নাচের ক্লাসে ছুরি হামলায় তিন মেয়েকে হত্যা এবং আরও ১০ জনকে হত্যার চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার ১৭ বছর বয়সী এক পুরুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। যুক্তরাজ্যের প্রসিকিউটররা একথা জানিয়েছেন।
প্রসিকিউটররা একটি বিবৃতিতে বলেছেন, ‘চলতি সপ্তাহে সাউথপোর্টে মর্মান্তিক ঘটনার পর ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস) মারসিসাইড পুলিশকে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে ১৭ বছর বয়সী একজন পুরুষকে তিনটি হত্যা এবং দশটি হত্যার চেষ্টার অভিযোগে গ্রেপ্তারের অনুমতি দিয়েছে।’ (বাসস/এএফপি)