যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিবর্ষণে ৪ জন নিহত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি উচ্চ বিদ্যালয়ে বুধবার ১৪ বছর বয়সী এক বন্দুকধারীর গুলিতে দুই শিক্ষার্থীসহ অন্তত ৪ জন নিহত হয়েছে। হামলায় আরও ৯ জন আহত হয়। আইন প্রয়োগকারী সংস্থা এ কথা জানিয়েছে।
স্কুলের ছাত্র এই বন্দুকধারীকে আইনি হেফাজতে নেয়া হয়েছে। জর্জিয়া ব্যুরো অফ ইনভেস্টিগেশন জানিয়েছে, তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হবে এবং একজন প্রাপ্তবয়স্ক হিসেবে বিবেচনা করে বিচার করা হবে। নিহতদের মধ্যে দুই শিক্ষকও রয়েছেন।
এই বছর যুক্তরাষ্ট্র জুড়ে কমপক্ষে ৪শ’টি ঘটনা ঘটেছে।এতে কমপক্ষে ১১,৫৫৭ জন নিহত হয়েছে।