রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এক সপ্তাহে প্রায় ১০ লাখ শরণার্থী ইউক্রেন থেকে পালিয়ে গেছেন। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী সংস্থা এক তথ্য জানায়। খবর এএফপি’র।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি টুইটার বার্তায় বলেন, যুদ্ধ শুরুর ‘মাত্র সাত দিনে আমরা ইউক্রেন থেকে প্রায় ১০ লাখ শরণার্থীকে প্রতিবেশি বিভিন্ন দেশে চলে যেতে দেখেছি। আমরা দেশটিতে ‘যুদ্ধ বন্ধের’ আহ্বান জানাচ্ছি।’
রাশিয়ার আগ্রাসনের পর এক সপ্তাহে ইউক্রেন থেকে পালিয়ে গেছেন ১০ লাখ শরণার্থী
