রাষ্ট্রের খরচ কমাতে মন্ত্রীদের বেতন ১০% কমানোর সিদ্ধান্ত নিলেন মাহাথির

সরকার গঠনের পরই রাষ্ট্রের খরচ কমানোর সিদ্ধান্ত নিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড.মাহাথির মোহাম্মদ। এর অংশ হিসেবে মন্ত্রীদের বেতন ১০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (২৩ মে) পারদানা পুত্রাতে প্রথম সাপ্তাহিক মন্ত্রীসভার বৈঠকে সদস্যরা বেতন কমানোর সিদ্ধান্তে সম্মত হয়েছেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি জানান।

তিনি বলেন, ‌’মন্ত্রীদের বেসিক সেলারির ১০ শতাংশ কাটা হয়েছে। এটা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখবে। এটা আমার ব্যক্তিগত চর্চা। আমি যখন ১৯৮১ সালে ক্ষমতায় এসেছিলাম, তখনও একই কাজ করেছিলাম।’

তিনি আরও বলেন, মেগা প্রজেক্টগুলো পুনরায় পর্যালোচনা করা হবে এবং যদি কিছু বাতিল করতে হয়, সেটি সিদ্ধান্ত নেয়া হবে। খুব শিগগিরই এসব প্রজেক্টের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এ সময় উপস্থিত ছিলেন, উপ প্রধানমন্ত্রী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল এবং অন্য মন্ত্রীরা।

রাসেল/