লা-লিগায় রাতে ভিগোর মুখোমুখি হবে বার্সা

লা-লিগায় রাতে সেল্টা ভিগোর মুখোমুখি হবে বার্সেলোনা।

ম্যাচটা শুরু হবে রাত একটায়।

 

সেল্টার বিপক্ষে কারণ আছে ভয়ের। গত দুই মৌসুমে এই ক্লাবটা বেশ ভুগিয়েছে বার্সাকে। অবশ্য এবার লা লিগায় ছড়ি ঘোরাচ্ছে বার্সা। মঙ্গলবার জিতলে বা ড্র করলে লা লিগায় টানা ৩৯ লিগ ম্যাচে অপরাজিত থাকার নয়া রেকর্ডের মালিক হবে তারা।

বার্সেলোনার কোচ আরনেস্টো ভালভার্দে বলেন, লিগের এই পর্যায়ে তিন পয়েন্ট পাওয়া মানে শিরোপার খুব কাছাকাছি চলে যাওয়া। গত সপ্তাহে আমরা শিখেছি, কীভাবে নিজেদের নতুন করে গড়ে নিতে হয়। মৌসুমের বাকিটা আমরা ভালোভাবে শেষ করতে চাই।

ম্যাচটা গুরুত্বপূর্ন হলেও বার্সা বসকে ভাবতে হচ্ছে অন্যভাবে।

আজকের বাজার/আরজেড