এবার শফিক তুহিনের কণ্ঠে শোনা যাবে রবীন্দ্রসঙ্গীত। এ সপ্তাহে রবীন্দ্রনাথের ‘তোমার সুরের ধারা’ গানটি গেয়েছেন তিনি। সংগীতায়োজন করেছেন রাফি। আসছে রবীন্দ্রজয়ন্তীতে (২৫ বৈশাখ) গানটির অডিও-ভিডিও প্রকাশ করে কবিগুরুর প্রতি শ্রদ্ধা জানাতে চান শফিক তুহিন।
শফিক তুহিন বলেন, ছোটবেলায় সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। তখন আমি ষষ্ঠ শ্রেণিতে পড়ি। সে প্রতিযোগিতায় আমি রবীন্দ্রসঙ্গীত গেয়েছিলাম। দ্বিতীয় স্থানের পুরস্কারও পাই। গানের জগতে নিয়মিত হওয়ার পর ইচ্ছে ছিল কবিগুরুর গান গাইব। একটু বিলম্বে হলেও সেই ইচ্ছে পূরণ হলো
আজকের বাজার: আরআর/ ০৪ মে ২০১৭