শাকিবের প্রশংসায় সোস্যাল মিডিয়া

বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খান ও কলকাতার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী জুটি হয়ে অভিনয় করেছেন ‘নবাব’ চলচ্চিত্রে। এরই মধ্যে প্রকাশ হয়েছে ছবিটির টিজার। ছবিটির প্রথম ঝলকেই ভিন্ন লুকে দেখা গেছে শাকিবকে। এবার প্রকাশ হয়েছে ছবিটির একটি নতুন গান।

‘ষোল আনা’ শিরোনামের গানটিতে শাকিবের নাচ প্রশংসা কুড়িয়েছে। সোস্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে শাকিবকে নিয়ে নানা রকম মন্তব্য। কেউ কেউ মন্তব্য করছেন, শাকিবকে বাংলাদেশের চলচ্চিত্রে ব্যবহার করতে পারে নি।

‘দেব তোকে দেব ষোলআনা/করিস না বাহানা/মেরি গলি আ যা না’- এমন কথার গানটি গত বুধবার জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয়।

আজকের বাজার:এলকে/এলকে/ ২ জুন ২০১৭