শিল্পী সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন মৌসুমীর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন চিত্রনায়িকা মৌসুমী।

তিনি বলেন, এই নবনির্বাচিত কমিটির সামনে দিয়েই সিনিয়র ও জুনিয়র বিভিন্ন শিল্পীকে নিয়ে পরিচালকরা উল্টা-পাল্টা কথা বললেন। কিন্তু এ নিয়ে কিছু বলার ব্যাপারে শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির কোনো ভূমিকা দেখতে পাইনি আমি।

সম্প্রতি নায়করাজ রাজ্জাক, আলমগীর,শাকিব খান, বাপ্পারাজ ইস্যুতে শিল্পী সমিতির ভূমিকা থাকা উচিত ছিল বলে মন্তব্য করেন মৌসুমী।

মৌসুমী বলেন, বিশেষ করে রাজ্জাক ভাই, আলমগীর ভাই, শাকিব খান, বাপ্পারাজসহ বেশ কয়েকজনকে নিয়ে কথা বলার পর শিল্পী সমিতির ভূমিকা থাকা উচিত ছিল। কাল তো আমাকে নিয়েও কথা বলতে পারে।

গত ৫ মে নির্বাচনের মাধ্যমে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর, সাধারণ সম্পাদক হন জায়েদ খান। নির্বাচনের ফলাফল এবং পরবর্তীতে দায়িত্বগ্রহণ নিয়ে নানা বিতর্কের পর সম্প্রতি শিল্পী সমিতির নতুন কমিটি কর্মযাত্রা শুরু করেছে।

আজকের বাজার: আরআর/ ৩০ মে ২০১৭