এসএসসিতে ১২ বিষয়ের পাঠ্যবই পরিমার্জন করে সহজ করা হচ্ছে বলে জানিয়েছেন শিামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার ২৭ এপ্রিল সচিবালয়ে মাধ্যমিক শিার মান উন্নয়নে শিাবিদদের সঙ্গে বৈঠকের পর শিামন্ত্রী এ কথা বলেন।
এছাড়া এবার এসএসসির খাতায় ম্ল্যূায়নের শিকদের মডেল উত্তরপত্র দেওয়া হবে বলেও জানান মন্ত্রী।
আজকের বাজার: আরআর/ ২৭ এপ্রিল ২০১৭