সাংবাদিকদের আমন্ত্রণে প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতার করবেন শাকিব

সাংবাদিক সংগঠনের আমন্ত্রণে ইফতার আয়োজনে অংশ নেবেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক শাকিব খান। জাতীয় প্রেসক্লাবে আজ ৪ জুন রোববার অনুষ্ঠিতব্য বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে আয়োজিত ইফতারে তিনি যোগ দেবেন।

এই আয়োজনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটিতে শাকিব খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ইফতারে অংশ নেবেন।

শাকিব বলেন, ‘আমাকে ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে ইফতারে অংশ নিতে পারবো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।’

শাকিব খান এখন ‘রংবাজ’ ছবি শুটিংয়ে অংশ নিচ্ছেন। এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করছেন শবনম বুবলি।

সিনেমাটি শামীম আহমেদ রনি নির্মাণ শুরু করলেও পরিচালক সমিতি থেকে রনির সদস্যপদ বাতিল করায় বর্তমানে আব্দুল মান্নান ছবিটি পরিচালনা করছেন। এবারের ঈদে শাকিব অভিনীত অন্তত চারটি ছবি মুক্তির মিছিলে রয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে/ ০৪ জুন ২০১৭