গল্পকার আয়োজিত প্রথমবারের মতো ‘সাংবাদিক মুহম্মদ ইয়াকুব আলী-গল্পকার’ ছোটগল্প-২০২৩ বিজয়ী হয়েছেন কথাশিল্পী সৈয়দ নূরুল আলম।
তাঁকে ‘হরিদাশের সাইকেল’ ছোটগল্পের জন্য পঁচিশ হাজার টাকা অর্থ মূল্যসহ সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সংক্ষিপ্ত তালিকার তিনজন কথাশিল্পী যথাক্রমে পিন্টু রহমান, ইসরাত জাহান ও সাগর রহমান প্রত্যেককে দশ হাজার টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা ছোটগল্পকে অনুবাদের মাধ্যমে বিশ্বের বিভিন্ন ভাষাভাষী পাঠকের কাছে পৌঁছে দেওয়া এবং বিশ্বের নানান ভাষার গল্প বাংলা ভাষার পাঠকের কাছে তুলে ধরে অনন্য কাজ করে যাচ্ছে বাংলা ভাষার একমাত্র গল্পবিষয়ক মাসিক পত্রিকা গল্পকার।
অনুষ্ঠানে গল্পকার অনূর্ধ্ব-৪০ ছোটগল্প পুরস্কার ২০২৩ প্রদান করা হয়। ‘গল্পকার’ অনূর্ধ্ব-৪০ ছোটগল্প পুরস্কার ২০২৩ বিজয়ী হন তরুণ কথাশিল্পী আখতার মাহমুদ।
‘ভদ্রলোক পিল খেয়েছিলেন’ ছোটগল্পের জন্য তাকে দশ হাজার টাকা অর্থ মূল্যসহ সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। সংক্ষিপ্ত তালিকার দুইজন তরুণ কথাশিল্পী মো. বিল্লাল হোসেন সরকার ও কনোজকান্তি রায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা, সম্মাননাপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও সংক্ষিপ্ত তালিকার চারজন তরুণ কথাশিল্পীকে সম্মাননাপত্র ও বই উপহার দেওয়া হয়।
আনন্দ সম্মিলনে সভাপতিত্ব করেন কথাশিল্পী ইউসুফ শরীফ, আলোচনায় অংশ নেন কথাশিল্পী দিলারা মেসবাহ, অনুবাদক সুরাইয়া ফারজানা হাসান, কবি ও কথাশিল্পী সাবেক রাষ্ট্রদূত মসউদ মান্নান, স্বপন কুমার দাস ও গল্পকার সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন। (বাসস)