কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে রবিবার (২০ অক্টোম্বর) সাংস্কৃতিক ঐক্য কুষ্টিয়ার মুক্ত আলোচনা ও কর্মপন্থা নির্ধারণী সভা অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক রাজধানী খ্যাত কুষ্টিয়ার হারানো ঐতিহ্য পুনরুদ্ধারের লক্ষ্যে কুষ্টিয়া জেলার সকল সাংস্কৃতিক ব্যক্তি ও সংগঠনের মধ্যে সম্পর্কেও উন্নয়ন ও ঐক্য প্রতিষ্ঠার জন্য আত্ম প্রকাশ করেছে সাংস্কৃতিক ঐক্য কুষ্টিয়া নামক সংগঠনটি।
উক্ত অনুষ্ঠানের আর্ট ডিরেক্টর তৌফিক ডলারের ব্যবস্থাপনায় জনাব মনোজ মজুমদার, অনন্যা ৮৯ নাট্য দল এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। কুষ্টিয়া সাংস্কৃতিক ঐক্যেও প্রস্তবনা পাঠ করেন জনাব এস এম শফিউল আযম,চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএমডিসি।
প্রস্তাবনা ও মুক্ত আলোচনা প্রশ্ন উত্তর দেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত নাট্যকার অভিনেতা গীতিকার ও সুরকার জনাব আমিরুল ইসলাম। চলচ্চিত্র ও টেলিভিশন ,সিনেমাটোগ্রাফির উপর আলোচনা করেন জনাব সোহান হাওলাদার সিনেমাটোগ্রাফার বাংলাদেশ টেলিভিশন,চলচ্চিত্র ও বিজ্ঞাপন। সার্বিক আলোচনার উপসংহার টানেন তসলিমা শিল্পী, সাধারণ সম্পাদক নুপুর কুষ্টিয়া। মুক্ত আলোচনার অংশ গ্রহণ করেন – মো¯তাফিজুর রহমান সুমন, অনুশীলন সাহিত্য পরিষদ, কবি শেখ আক্তার, শ্যামলী ইসলাম, শাকিলা দৌলা, রাকিব তুহিন, জাহাঙ্গীর আলম, বিনোদ কুমার, মেহেদী হাসান, নিলুফা হক ছন্দা, রফিক উল্লাহ কালবী, লিটন তোফায়েল আহমেদ, মাজেদুল ইসলাম, সাবিরা মুক্তি, ইমদাদুল হক মিলন, আশরাফ, রবিউল, শরিফুল , তাইজুল আলম নান্টু প্রমুখ।
রফিকুজ্জামান সিজার , কুষ্টিয়া প্রতিনিধি