ভারতের শিশু সংশোধনী কেন্দ্রে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর দেশে ফিরেছে ৬ বাংলাদেশী শিশু-কিশোর।
এরা হলো, কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার হাছেন আলীর ছেলে রাজু ইসলাম, জামাল রহমানের ছেলে জাহিদ হাসান, হোসেন আলীর ছেলে দুলাল আলী, নাগেশ্বরী উপজেলার হোসেন আলীর ছেলে মুসা আলী, নবিবুদ্দিনের ছেলে তসলিম আলী এবং বান্দরবানের আলী কদম উপজেলার আব্দুল শুকুরের ছেলে নুরুল ইসলাম।
রবিবার ৩০ এপ্রিল সকালে ভারত হিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ(ওসি) মো. নাজির হোসাইন বাংলাহিলি ইমিগ্রেশন অফিসার ইনচার্জ(ওসি) আফতাব উদ্দিনের কাছে তাদের হস্তান্তর করেছেন।
বাংলা হিলি ইমিগ্রেশন ওসি আফতাব উদ্দিন জানিয়েছেন, ফেরতকৃতরা বিভিন্ন সময়ে অবৈধ পথে ভারতে গেলে সে দেশের সীমান্তরী বাহিনীর হাতে তারা আটক হয়। পরে ভারতের বালুরঘাট শিশু শোভায়ন হোমে বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর দেশে ফেরে তারা। ফেরত আসাদের নিজ-নিজ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এদের সবার বয়স ১০হতে ১৪বছরের মধ্যে।
এ সময় বর্ডার গার্ড (বিজিবি) হিলি আইসিপি বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল মানান ও বিএসএফ ভারত হিলি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডর সরদার সিংসহ বিজিবি, বিএসএফ, মহিলা আইনজীবি সমিতির প্রতিনিধি সহ শুভায়ণের কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।
আজকের বাজার: আরআর/ ৩০ এপ্রিল ২০১৭