সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী গ্রেফতার

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রামের খুলশি এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব- ৭ এর একটি দল।
র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার  পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।
র‌্যাব সূত্রে জানা গেছে, একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে নোয়াখালী সুধারাম থানায় মামলা হয়েছে। অভিযোগ রয়েছে, চারবারের সংসদ সদস্য একরামুল করিম গত ১৫ বছরে অনিয়ম-দুর্নীতি করে বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন। (বাসস)