সিএপিএম কোম্পানি লিমিটেড, তাদের ব্যবস্থাপনায় পরিচালিত সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর নীট সম্পদ মূল্য ঘোষনা করেছে । ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে ০৫ সেপ্টেম্বর, ২০১৯ ইং কার্যদিবস শেষে ফান্ডটির মোট নীট সম্পদ মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে টাকা ৭৬৬,৮৬০,২৪৩.৩৮ এবং বাজারমুল্যে টাকা ৭০০,৮০৫,৩৬২.৩৮। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১.৪৭ টাকা এবং বাজারমূল্যে টাকা ১০.৪৮ ।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড এর সম্পদ মূল্য প্রকাশ
