সিএসইর চেয়ারম্যান পদত্যাগ করেছেন

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান ড. এ. কে. আব্দুল মোমেন পদত্যাগ করেছেন। সংসদ সদস্য নির্বাচিত হবার পর বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। তাই সিএসইর চেয়ারম্যানের দায়িত্ব ছাড়লেন। গতকাল তিনি সিএসই থেকে পদত্যাগ করেছেন বলে সিএসই সূত্রে  জানা গেছে।

২০১৭ সালের ২৫ ফেব্রুয়ারি ড. এ. কে. আব্দুল মোমেনকে ৩ বছরের জন্য সিএসইর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন। দায়িত্ব নেওয়ার আগে তিনি বাংলাদেশ টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন। ড. এ. কে. আব্দুল মোমেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের হয়ে সিলেট-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরপর পররাষ্ট্র মন্ত্রী হিসেবে দায়িত্ব পান।

অন্যদিকে এখন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে সিএসইর পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শামীম চৌধুরী দায়িত্ব নিয়েছেন।

 

আজকের বাজার/মিথিলা