সিলেটে পরী মনি

প্রকৃতির শহর সিলেটে অবস্থান করছেন ঢাকাই ছবির আলোচিত চিত্রনায়িকা পরী মনি। প্রাণের একটি নতুন বিজ্ঞাপনচিত্রের শুটিং করতে তার  এই সিলেট যাত্রা। মডেল হয়েছেন তিনি। এ উপলক্ষে বর্তমানে সিলেটে অবস্থান করছেন এই নায়িকা।

পরী বলেন, দর্শক জানে পরী মনির বিজ্ঞাপন মানেই বিশাল ক্যানভাসের ভিন্ন কিছু। এর আগের বিজ্ঞাপনগুলোর মতোই এবারের বিজ্ঞাপনটিও সবাইকে মুগ্ধ করবে। ২৫ মে বিজ্ঞাপনের শুটিং শেষ করে ঢাকায় ফিরবো। ১ জুন থেকে বাহাদুরী সিনেমার শুটিং শুরু করবো।

এর আগে ৭টি বিজ্ঞাপনে মডেল হয়েছেন পরী। এবার অষ্টম বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন। এটি পরিচালনা করছেন নাফিস।

আজকের বাজার: আরআর/ ২২েমে ২০১৭