সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজবোনের ইন্তেকালে তথ্যমন্ত্রীর শোক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মেজবোন ফেরদৌস আরা পাখির ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭০ বছর বয়সে ফেরদৌস আরা পাখি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আজ এক শোকাবার্তায় মন্ত্রী প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

ফেনী জেলার দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের কেরনিয়া গ্রামের আলেক উল্লাহ মাস্টার বাড়ির প্রয়াত সাহাব উদ্দিনের স্ত্রী ফেরদৌস আরা পাখি ২ পুত্র ও ৩ কন্যার জননী। সাহাব উদ্দিন ২০২০ সালে ইন্তেকাল করেছেন। (বাসস)