পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ব্যাংক এশিয়া লিমিটেডের উদ্যোক্তা রুমো রৌউফ তার স্ত্রীকে শেয়ার উপহার দেয়ার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা তার স্ত্রীকে ১ কোটি ৫০ লাখ শেয়ার উপহার দিবেন।
বৃহস্পতিবার ১৮ মে ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ব্যাংক এশিয়ার উদ্যোক্তা রুমো রউফের কাছে প্রতিষ্ঠানের ১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার ৯৮৯টি শেয়ার রয়েছে। এর মধ্যে তিনি নিজ স্ত্রী ও ব্যাক এশিয়ার উদ্যোক্তা পরিচালক ফারহানা হককে ১ কোটি ৫০ লাখ শেয়ার উপহার দিবেন।
এই উদ্যোক্তা আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার স্টক এক্সচেঞ্জের লেনদেন সিস্টেমের বাইরে উপহার হিসাবে দিতে পারবেন।
আজকের বাজার: আরআর/ ১৮ মে ২০১৭