বগুড়া-৪ (কাহালু-নন্দিগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আলোচিত আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র গ্রহণে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার, ১০ ডিসেম্বর পৃথক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
মনোনয়ন বাতিলে ইসির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে রবিবার হাইকোর্টে রিট করেন হিরো আলম।
হিরো আলম তার সংসদীয় আসনের ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে পারেননি জানিয়ে গত ২ ডিসেম্বর তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ইসিতে আপিল করেন তিনি। ইসি তার আপিল খারিজ করে দেয়। তথ্য-ইউএনবি
আজকের বাজার/এমএইচ