হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্টে আগুনে ব্যাপক প্রাণহানি

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে একটি অ্যাপার্টমেন্টে ভয়াবহ আগুনে কয়েক ডজন মানুষ প্রাণ হারিয়েছে। বুধবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার মধ্যরাতের ঠিক আগে ১০তলা বিশিষ্ট ঐ ভবনের পার্কিং ফ্লোরে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে।
সরকারি ভিয়েতনাম সংবাদ সংস্থা জানায়, ‘কর্তৃপক্ষ ইতোমধ্যে ৭০ জনকে উদ্ধার করেছে। ৫৪ জনকে হাসপতালে নেওয়া হয়েছে। এদের মধ্যে কয়েক ডজন মৃত ব্যক্তি রয়েছে।’
সরকারি এক বিবৃতিতে বলা হয়, ‘এটি একটি অত্যন্ত ভয়াবহ অগ্নিকা- ছিল।’
খবরে বলা হয়, বুধবার সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও সেখানে জীবিতদের সন্ধানে উদ্ধারকর্মীদের অভিযান অব্যাহত রয়েছে।
হ্যানয়ের দক্ষিণ-পশ্চিমের আবাসিক এলাকায় অবস্থিত ঐ ভবনে প্রবেশে উদ্ধারকর্মীদের অনেককে বেগ পেতে হয়।