‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ ঘোষণা করেছে সরকার। এবার যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হয়েছেন চলচ্চিত্র ‘আরো ভালোবাসবো তোমায়’ এর জন্য শাকিব খান ও ‘জিরো ডিগ্রী’র জন্য মাহফুজ আহমেদ।
‘জিরো ডিগ্রী’ চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য জয়া আহসান হয়েছেন শ্রেষ্ঠ অভিনেত্রী।
আজ ১৮ মে বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৫টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্রের জন্য মনোনীত হয়েছেন।
আজকের বাজার:এলকে/এলকে/ ১৮ মে ২০১৭