পুঁজিবাজারের তালিকাভুক্ত বিবিধ খাতের এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাংক হিসাব সচল রাখার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট। এটি রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের পারিবারিক প্রতিষ্ঠান।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, হাইকোর্টের আদেশের প্রেক্ষিতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এসকে ট্রিমসের ব্যাংক হিসাব সচল থাকবে।
এর আগে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট (বিএফআইইউ) ও মহানগর দায়রা জজ আদালতের নির্দেশে গত ২৫ জুন থেকে কোম্পানিটির সব ব্যাংক হিসাব বন্ধ করে দেয়।
ব্যাংক হিসাব বন্ধ করার কারণে রপ্তানিমুখী কারখানাটি বিদেশ থেকে কোনো কাঁচামালও আমদানি করতে পারছিল না। ফলে কারখানায় বেশ কিছুদিন ধরে কোনো ধরনের কাজ নেই। কারখানা সচল রাখার মতো অর্থায়নেরও কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থায় কারখানা বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ।
এরপর কোম্পানিটি ব্যাংক হিসাব সচল রাখার বিষয়ে হাইকোর্টে আবেদন করলে হাইকোর্ট আগামী ২০ অক্টোবর পর্যন্ত কোম্পানিটির ব্যাংক হিসাব সচল থাকবে বলে নির্দেশনা দেয়।