৩ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

Credit Rating

পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। কোম্পানিগুলো হলো- রেকিট বেনকিজার, পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং ও আনলিমা ইয়ার্ন ডায়িংলিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, রেকিট বেনকিজারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। দীর্ঘমেয়াদে ‘এএএ’ আর স্বল্প মেয়াদে ‘এসটি-১’ রেটিং হয়েছে। রেকিট বেনকিজার ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদেন, ৩০ জুন, ২০২৪ সালের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

পেপার প্রসেসিংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।

আনলিমা ইয়ার্ন ডায়িংয়ের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানি লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি+’ এবং স্বল্প মেয়াদে ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ৩০ জুন, ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং অন্যান্য প্রাসঙ্গিক পরিমাণগত ও গুণগত তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়।