৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিক

প্রথম বাংলাদেশী হিসেবে টেস্টে ৬ হাজার রানের এলিট ক্লাবে নাম লিখিয়েছেন মুশফিকুর রহিম।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন ৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক।

এই টেস্ট খেলতে নামার আগে ৯২ ম্যাচে ১১টি সেঞ্চুরি ও ২৭টি হাফ-সেঞ্চুরিতে ৩৮.৪৫ গড়ে ৫৯৬১ রান করেছিলেন মুশফিক। ৬ হাজার রান থেকে ৩৯ রান দূরে ছিলেন তিনি।

ম্যাচের প্রথম ইনিংসে ১১ রানে আউট হন মুশফিক। ফলে ৬ হাজার রান পূর্ণ করতে ২৮ রান প্রয়োজন পড়ে তার। দ্বিতীয় ইনিংসে দ্বিতীয় দিন শেষে ৩১ রানে অপরাজিত আছেন তিনি। এই ইনিংস খেলার পথে টেস্টে বাংলাদেশের প্রথম ও বিশে^র ৭৪তম ব্যাটার হিসেবে ৬ হাজার রানের মালিক হন এই ডান-হাতি অভিজ্ঞ ব্যাটার। টেস্টে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডও মুশফিকের।

২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় মুশফিকের। এ পর্যন্ত ৯৩ ম্যাচের ১৭২ ইনিংসে মুশির ঝুলিতে আছে ৬০০৩ রান।

মুশফিকের পর বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৭০ ম্যাচে ১০টি শতক ও ৩১টি অর্ধশতকে ৫১৩৪ রান করেছেন তামিম।

তালিকার তৃতীয়স্থানে আছেন সাকিব আল হাসান। ৭১ ম্যাচে ৫টি শতক ও ৩১টি অর্ধশতকে ৪৬০৯ রান আাছে সাকিবের।

১৩টি সেঞ্চুরি ও ১৯টি হাফ-সেঞ্চুরিতে ৬৬ ম্যাচে ৪২৬৯ রান নিয়ে চতুর্থ স্থানে আছেন মোমিনুল হক।