অতিরিক্ত যাত্রী বহন, শিমুলিয়ায় ৪ লঞ্চকে জরিমানা

শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাটে যাত্রীবোঝাই ৪টি লঞ্চকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে স্বাস্থ্যবিধি না মানায় ও অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে পৃথক ৪টি লঞ্চকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল।
বিআইডব্লিউটিএ’র শিমুলিয়াঘাটের সহকারী পরিচালক শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০ টার দিকে দক্ষিণবঙ্গের এ নৌরুটে বাংলাবাজারঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে কয়েকটি লঞ্চ শিমুলিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। তাছাড়া স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না। এ অবস্থায় স্বাস্থ্যবিধি না মানায় ও অতিরিক্ত যাত্রী বহন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পৃথক ৪টি লঞ্চকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করে।

এদিকে, ৪ লঞ্চকে জরিমানা করায় লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচল বন্ধ করে দেয়। পরে সরকারি নির্দেশ অনুযায়ী রাত ১০টা পর্যন্ত লঞ্চ চলাচল চালু থাকার ঘোষণা এলে পুনরায় নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়।