অবহেলার অভিযোগে ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে মামলা

অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মো. মুফাজ্জল হোসেন জানান, নিহত পাঁচজনের এক আত্মীয় রোনাল্ড মিকি গোমেজ বুধবার রাতে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, চিকিৎসক, নার্স এবং করোনা ইউনিটের অন্য কর্মকর্তাদের এ মামলায় অভিযুক্ত করা হয়েছে।

গত ২৭ মে রাতে এসি বিস্ফোরণে আগুন লেগে ইউনাইটেড হাসপাতালে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে পাঁচটি মরদেহ উদ্ধার করা হয়। মৃতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী।