অবৈধভাবে টাকা আদায়: ইবির তিন কর্মকর্তাকে শোকজ

শিক্ষার্থীর কাছ থেকে অবৈধভাবে টাকা নেয়ার অভিযোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) তিন কর্মকর্তাকে সোমবার শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ইবির ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক আবুল কালাম আজাদ লাভলু বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের নিয়মনীতি ভঙ্গ করায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক এম শাহীনুর রহমান পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তা মনিরুল ইসলাম, জিল্লুর রহমান এবং অফিস সহকারী মুরাদকে এ শোকজ নোটিশ পাঠান।

ইবির বাংলা বিভাগের এক শিক্ষার্থী তাদের কাছ থেকে সার্টিফিকেট নেয়ার সময় ওই তিনজন তার কাছ থেকে টাকা নেন।