অর্থ পাচারের অভিযোগ তদন্ত করবে বাংলাদেশ ব্যাংক

অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, বাংলাদেশ থেকে ৭৩ হাজার কোটি টাকা পাচারের যে তথ্য গ্লোবাল ফাইন্যানশিয়াল ইন্টিগ্রিটি (জিএফআই) প্রকাশ করেছে, তা কেন্দ্রীয় ব্যাংক তদন্ত করবে। বুধবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে সংসদে আজ প্রশ্নের জবাব দেন তিনি। গতকাল মঙ্গলবার ‘ইলিসিট ফাইন্যানশিয়াল ফ্লোজ টু অ্যান্ড ফ্রম ডেভেলপিং কান্ট্রিজ: ২০০৫-২০১৪’ শীর্ষক এক প্রতিবেদনে জিএফআই জানায়, ২০১৪ সালে বাংলাদেশ থেকে ৮৯৭ কোটি ডলার (৭৩ হাজার কোটি টাকার বেশি) পাচার হয়েছে। ওয়াশিংটন ভিত্তিক এই গবেষণা ও পরামর্শক সংস্থার মতে, ২০০৫ থেকে ২০১৪ সাল- এই ১০ বছরে বাংলাদেশ এ প্রক্রিয়ায় ৭৫ বিলিয়ন ডলার হারিয়েছে।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, টাকা পাচার হওয়ার তথ্য একেবারে উড়িয়ে দিচ্ছি না। কেন্দ্রীয় ব্যাংকের এফআইইউ তথ্য সংগ্রহ করবে। পাচার বা চুরি নিয়ে ব্যবস্থা নেবে। চুরি অহরহ হবে, তবে সাবধানতা অবলম্বন করতে হবে।

আজকের বাজার:এসএ/এলকে/ ০৪ মে ১৭