অর্ধেক কর্মী ছাঁটাই করতে যাচ্ছে কানাডা এয়ারলাইন

কানাডা এয়ারলাইন সোমবার জানিয়েছে, করোনাভাইরাসের কারণে তারা তাদের কর্মীদের প্রায় অর্ধেক সাময়িকভাবে ছাঁটাই করবে এবং দ্বিতীয় তিনমাসে (এপ্রিল-জুন) সর্বোচ্চ ৯০ শতাংশ কার্যক্রম কমিয়ে দেবে। খবর এএফপি’র। কানাডা এয়ারলাইনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩ এপ্রিল থেকে ১৫ হাজার ২শ’ কর্মী এবং ১ হাজার ৩ শ’ ব্যবস্থাপকের ক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর হবে। কানাডা এয়ারলাইন গত সপ্তাহে ৫ হাজার ১শ’র বেশি ফ্লাইট কর্মী সাময়িকভাবে ছাঁটাইয়ের ঘোষণা দেয়।

কানাডা এয়ারলাইনের প্রেসিডেন্ট ক্যালিন রভিনেস্কু এক বিবৃতিতে বলেন, কোভিড-১৯ মহামারী ভাইরাসের নজিরবিহীন ছোবলের কারণে বাধ্য হয়ে কর্মী ছাঁটাইয়ের মত এমন সব কষ্টদায়ক পদক্ষেপ নিতে হচ্ছে।

মন্ট্রিল ভিত্তিক এ কোম্পানি আগের বছরের একই সময়ের তুলনায় ২০২০ সালের দ্বিতীয় তিন মাসের জন্য ৮৫-৯০ শতাংশ কার্যক্রম কমিয়ে দিবে।
কানাডা এয়ারলাইন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক রুটে তাদের অধিকাংশ ফ্লাইট বাতিল করেছে। করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধ প্রচেষ্টার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণার পর তারা এসব ফ্লাইট বাতিল করে।
কোম্পানির ওয়েবসাইটে বলা হয়, বিশ্বব্যাপী কানাডা এয়ারলাইনের ৩৬ হাজার কর্মী রয়েছে। তথ্য-বাসস

আজকের বাজার/ শারমিন আক্তার