অস্কার ২০২০: সেরা অভিনেত্রী জেলওয়েগার, সহ-অভিনেত্রী লরা

এবারের অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে ফেভারিট ছিলেন আগে থেকেই। আর‘জুডি’ছবিতে অনবদ্য অভিনয়ের মধ্য দিয়ে সেরা অভিনেত্রী হিসেবে অস্কার পুরস্কারটিও জিতে নিয়েছেন রেনে জেলওয়েগার। স্থানীয় সময় রবিবার রাত ৮টায়(বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা)অনুষ্ঠিত হয় অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবারও ২৪টি বিভাগে দেয়া হয়েছে এই পুরস্কার।

অস্কারের ৯২তম আসরে সেরা অভিনেত্রী বিভাগে আরও মনোনয়ন পেয়েছিলেন সিন্থিয়া এরিভো(হ্যারিয়েট), স্কারলেট জোহানসন(ম্যারেজ স্টোরি), সিয়োর্স রোনান(লিটল উইমেন)এবং শার্লিজ থেরন(বম্বশেল)। অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে সেরা-সহঅভিনেত্রীর খ্যাতি অর্জন করেছেন লরা ডার্ন।‘ম্যারেজ স্টোরি’ছবিতে বিয়ে বিচ্ছেদ বিষয়ক আইনজীবীর ভূমিকায় অনবদ্য অভিনয় করে এই পুরস্কার জিতে নিয়েছেন তিনি। এর আগে আরও দু’বার অস্কারে মনোনয়ন পেলেও, এবারই প্রথম অস্কার জয়ের হাসি ফুটলো লরা ডার্নের মুখে। সূত্র-ইউএনবি

আজকের বাজার/আখনূর রহমান