অস্ট্রিয়ার নতুন কোচ হিসেবে নিয়োগ পেলেন রাংনিক

অস্ট্রিয়া জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচ রাল্ফ রাংনিক। আগামী ৩ জুন নেশন্স লিগে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে মে মাসের শেষ নাগাদ অস্ট্রিয়া দলের সাথে কাজ শুরু করবেন রাংনিক। অস্ট্রিয়ান সকার ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে। আগামী ২২ মে প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের মোকাবেলা করবে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বছরের চুক্তিতে তিনি অস্ট্রিয়ানদের সাথে যুক্ত হয়েছেন। ২০২৪ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের বাছাইপর্ব পার করতে পারলে ২০২৬ সালের বিশ্বকাপকে সামনে রেখে তার সাথে আরো দুই বছরের চুক্তি বৃদ্ধির শর্তাবলী রয়েছে।

এক বিবৃতিতে রাংনিক বলেছেন, ‘একটি জাতীয় দলের কোচ হিসেবে নিয়োগ পাওয়াটা সত্যিই গর্বের। আশা করছি তারুণ্য নির্ভর একটি দলকে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের জন্য নতুনভাবে গড়ে তুলতে পারবো।’ এদিকে মৌসুমের শেষে ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগের সাথে পরামর্শক হিসেবে কাজ চালিয়ে যাবার পরিকল্পনার কথাও জানিয়েছেন রাংনিক। খবর-বাসস

আজকের বাজার/আখনূর রহমান