আইডিএলসি’র রাইট আবেদন শুরু ১ জানুয়ারি

আগামি ১ জানুয়ারি শুরু হচ্ছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের রাইট শেয়ারে আবেদন। যা চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

রাইট শেয়ারে আবেদনকারী নির্বাচন করার জন্য আগামি ১৫ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে। অর্থাৎ ওইদিন যেসব বিনিয়োগকারীদের কাছে আইডিএলসি ফাইন্যান্সের শেয়ার থাকবে, তারা রাইট শেয়ারে আবেদন করতে পারবেন।

এর আগে ২২ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৯০তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার অনুমোদন দেওয়া হয়।

আইডিএলসি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। এক্ষেত্রে ২০ টাকা মূল্যে ১২ কোটি ৫৭ লাখ শেয়ার ইস্যু করা হবে। যাতে ২৫১ কোটি ৩৭ লাখ টাকা সংগ্রহ করা হবে। যা দিয়ে মূলধন ভিত্তি শক্তিশালী করা হবে।

২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৩০.৯৭ টাকায়। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৮১ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।