আইপিডিসির ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ৩০০ কোটি টাকার জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে কমিশন। বন্ডের মেয়াদ হবে ৫ বছর।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে। বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে বন্ডটি অরূপান্তরযোগ্য। এই বন্ডটি ৫ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। যা বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি, অন্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরা প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করতে পারবে।

উল্লেখ, আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এই বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে হাই কস্ট ডিপোজিট রিপ্লেসমেন্ট এবং লেন্ড ফর লংগার টার্ম খাতে ব্যয় করবে।

বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। এর ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে সিটি ব্যাংক দায়িত্ব পালন করছে। আর ট্রাস্টি হিসেবে রয়েছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।