আগামী বছর মানবসম্পদ উন্নয়ন তহবিলের কাজ শুরু

দেশে মানবসম্পদ উন্নয়নে সরকার বিশেষ যে তহবিল গঠন করেছে আগামী বছর সেটির কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই আশাবাদ প্রকাশ করেছেন।

অর্থমন্ত্রী বলেছেন, জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিল (NHRDF) কাজে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর কোম্পানি হিসেবে NHRDF এর রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এর ব্যবস্থাপনা পরিচালকও নিয়োগ দেওয়া হয়েছে। আশঅ করছী, আগামী অর্থবছরে এই তহবিল তার কার্যক্রম শুরু করতে পারবে। এর ফলে সরকারি ও বেসরকারি পর্যায়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অতিরিক্ত অর্থায়ন সম্ভব হবে।

আজকের বাজার:এলকে/এলকে/ ১ জুন ২০১৭