‘আগামী মাসে’ প্রথম বৈঠক করতে যাচ্ছেন ট্রুডো ও বাইডেন

FILE PHOTO: Canada's Prime Minister Justin Trudeau attends a news conference at Rideau Cottage, in Ottawa, Ontario, Canada July 13, 2020. REUTERS/Blair Gable/File Photo

কানাডার নেতা জাস্টিন ট্রুডো এবং যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে শুক্রবার টেলিফোনে কথা বলেছেন এবং তারা ‘আগামী মাসে’ সরাসরি সাক্ষাত করার পরিকল্পনা করছেন। খবর এএফপি’র।
ট্রুডোর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘এ দুই নেতা যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে গুরুত্বপূর্ণ কাজ পুনরারম্ভ করে এগিয়ে নিতে এবং স্থায়ী বন্ধুত্ব গড়ে তোলার লক্ষ্যে আগামী মাসে সরাসরি সাক্ষাত করার ব্যাপারে সম্মত হয়েছেন।’